নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে নগরীতে এ বিক্ষোভ মিছিল করা হয়। রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি'র নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজশাহী সিটি কলেজের সামনে থেকে শুরু হয়ে নগরীর সোনাদীঘির মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক
সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভপতি মাইনুল ইসলাম, মাসুম আহম্মেদ, মাহফুজুর রহমান মিতু, যুগ্ম-সম্পাদক ইমন আহম্মেদ সুমন, আল আমিন রিমন,পিয়াস আলী, প্রচার সম্পাদক নীরব খান তারেক সহ রাজশাহী জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিল থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিা দাবি করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০