নিজস্ব প্রতিবেদক :
ঈদের আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে বিভাগীয় শহর রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছে মহানগর ও জেলা বিএনপি।
দুপুরের দিকে নগরীর কোর্ট চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে বরক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। বিক্ষোভ সমাবেশ বক্তরা বলেন, সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গরিমসি করছে। এতে যদি খালেদা জিয়ার কিছু হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে সরকারকেই দায়ী থাকতে হবে।
বক্তারা বলেন খালেদা জিয়াকে জেলে রেখে এই ঈদ আমাদের আনন্দ নয় শোক প্রকাশ করতে হবে। তাই সকলকে ঈদের নামাজে কালো ব্যাচ ধারণ করে আসার জন্য আহবান জানানো হয়। বিক্ষোভ সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানানো হয়।
খবর ২৪ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০