খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত দেহরক্ষী, বিমানবাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার ওয়াহিদুন নবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামলী থেকে তাঁকে আটক করা হয়।
আজ শুক্রবার ওয়াহিদুন নবীর পরিবার জানায়, আটকের পর তাঁকে র্যাব-২-এর বছিলা ক্যাম্পে রাখা হয়েছে। তাঁকে আজ শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও তাঁদের জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
ওয়াহিদুন নবীকে তথ্যপ্রযুক্তি আইনে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি মামলায় আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে তাঁর পরিবার অভিযোগ করেছে, মিরপুর থানায় দায়ের করা মামলায় ওয়াহিদুন নবীর নাম নেই।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০