নিজস্ব প্রতিবেদক :
আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেবনা এই স্লোগান নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে ১৫এপ্রিল বিএনপি’র বিভাগীয় সমাবেশ উপলক্ষে শুক্রবার বিকেলে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগের আয়োজনে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী বিএনপির ঘাটি। এখান থেকে প্রতিটি সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী জয়ী হয়। বিএনপি’র জনপ্রিয়তা দেখে সরকার ভীত হয়ে রাজশাহী বিভাগীয় সম্মেলন একটি ছোট স্থানে করতে দিয়েছে।
এত ছোট স্থানে কোনভাবেই এত বড় একটি দল সমাবেশ হতে পারেনা। এছাড়াও বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় সাজা প্রদান করে জেলে রাখা হয়েছে। হাইকোটর্ জামিন দিলেও সরকারের আজ্ঞাবহ এটর্নী জেনারেল ও দুদক মিলে চেম্বার জজ আদালতে জামিন স্থগিত করার আবেদন করলে কোর্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে জামিন না দিয়ে মে পর্যন্ত স্থগিত করেন। এটর্নী জেনারেল দেশের মানুষের একজন শীর্ষস্থানীয় আইনজ্ঞ হয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন । সেইসাথে দুদকও আওয়ামী লীগ সরকার হয়ে কাজ করছে বলে তিনি জানান। তিনি আরো বলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সভা সমাবেশ করার জন্য মাইকিং করা যাবেনা , সুবিধামত স্থানে
সমাবেশ করা যাবেনা। মিছিল করা যাবেনা এবং ঘরোয়া মিটিং করতে গেলেও সরকার একশ্রেণির পেটয়া বাহিনীকি দিয়ে নির্যাতন করছে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৫ পরবর্তী সময়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। সেই গণতন্ত্র স্বৈরাচার এরশাদ সরকার ভুলুণ্ঠিত করে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। বেগম খালেদা জিয়া লৌহ মানবীর ন্যায় দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের জন্য সংগ্রাম করে দেশে গণতন্ত্র পূণরুদ্ধার করেন। সেই গণতন্ত্র পূণরায় নি:শ্বেষ হয়ে গেছে। নব্য স্বৈরাচার আওমী লীগ সরকার আবার দেশে একনায়কতন্ত্র ও বাকশাল তৈরী করে দেশের মানুষের সকল প্রকার অধিকার হরণ করেছে। বিএনপি ও শরীক দলের নেতাদেও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে, খুন, গুম ও সাজা প্রদান করে জেলে পাটিয়ে দিচ্ছে। বেগম জিয়াকেও এই ফ্যাসিস্ট সরকার রেহাই না দিয়ে বানোয়াট মামলায় সাজা প্রদান করে একক নির্বাচনের পাঁয়তারা করছে।
এই প্রহসনের নির্বাচন যে কোনে মূল্যে প্রতিহত করা হবে। আর বেগম জিয়া ছাড়া এই দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন এখন শুধু বাংলাদেশের জনগণের দাবী নয় এঠা সারা বিশ্বের দাবীতে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন বেগম জিয়াকে কারারুদ্ধ করে রেখে আওয়ামী লীগ এখন বেকায়দায় পড়ে গেছে। আবার জামিন না মঞ্জুর করে আরো বিপদে পড়েছেন। বেগম জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবী জানান। সেইসাথে আগামী কালের বিভাগীয় সমাবেশ সফল করতে সকল বাধা অতিক্রম করে সময়মত সভাস্থলে আসার আহবান জানান সংবাদ সম্মেলন থেকে। সবশেষে তিনি সকল মিডিয়া কর্মীদের বিএনপি’র পাশে থেকে সংবাদ প্রচার করার জন্য ধন্যবাদ জানান।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহামন মিনু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগঠনিক ম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খোকন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম আলিম ও সহিদুন্নাহার কাজী হেনা ও রাজশাহী জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলী।
অন্যদের মধ্যে যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিটন, মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের আহবায়ক জাকির হোসেন রিমন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০