খবর ২৪ ঘণ্টা ডেস্ক : সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই মিডনাইট সরকার দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা না করে প্যারোল দেয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই- বিএনপি বেগম জিয়ার প্যারোলে মুক্তি চায় না, নিঃশর্ত মুক্তি চায়।’
আজ বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় সরকার ঈর্ষান্বিত হয়ে তাকে আবারো হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে। সরকারি লোকদের অর্থে পরিচালিত একটি টিভি চ্যানেল ও মিথ্যাচারে নিয়োজিত কিছু হলুদ সাংবাদিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক রচনা প্রতিযোগিতায় নেমেছে।’
রাকসুর সাবেক এই ভিপি বলেন, ফাতেমার মা বলেছেন তাদের প্রাণনাশের হুমকি দিয়ে এধরণের সাক্ষাৎকার নেয়া হয়েছে। তিনি বলেছেন, ফাতেমার প্রাপ্য টাকা ছাড়াও তাকে অগ্রিম টাকা দেয়া হয়। এমনকি ফাতেমাকে সকল উৎসব বোনাস প্রদান করা হয় বলেও জানান রিজভী।
তথ্যমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘যারা অন্ধকারে ভোট করে তারা কতটুকো সাহসী তা জনগণ জানে। রিজভী বলেন, তারেক রহমান আইনগত ভাবে জামিনে চিকিৎসার জন্য লন্ডনে আছেন।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনার আন্দোলনের ফসল ১/১১’র সরকার তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে যে নির্যাতন চালিয়েছে তাতে করে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।’
তারেক রহমানের চিকিৎসা চলছে উল্লেখ করে রিজভী বলেন, দেশনায়ক তারেক রহমান সুস্থ হলেই বীরের বেশে দেশে ফিরে আসবেন।
সরকার বাকশাল কায়েম করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘আপনাদের সাহস থাকলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিন। প্রমাণ করুন কার কতটুকো সাহস, কার কত জনপ্রিয়তা।’
এসময় তিনি বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তার, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০