নিজস্ব প্রতিবেদক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ বছরের কারাদণ্ড পাওয়ার পর পুলিশি ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত পথসভা করেছে রাজশাহী মহানগর বিএনপি। এ সময় র্যাব ও পুলিশে তাদের চারিদিক থেকে ঘিরে রাখে।
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর মালোপাড়াস্থ দলীয় অফিসের সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা । তবে অফিসের সামনের রাস্তায় প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অবস্থান নেয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, রাসিকের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ। বিএনপি রাস্তায় অবস্থান নেওয়ার পর থেকেই তাদের দুই দিক ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ। পুলিশের পাশাপাশি সেখানে অবস্থান নেয় র্যাব। পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। তারা সাধারণ মানুষকে মালোপাড়ার রাস্তায় প্রবেশ করতে দেয়নি। এমনকি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও কাছে থাকা ব্যাগও তল্লাশী করে পুলিশ।
এরমধ্যেই রায় শোনার পরে রাস্তার মধ্যেই সংক্ষিপ্ত পথসভা করে বিএনপি। নেতারা তাদের বক্তব্যে এ রায়কে রাজনৈতিক রায় হিসেবে অভিহিত করা হয়। সেই সাথে বিএনপি নেত্রী খালেদা জিয়া সহ আটক বন্দী নেতাদের মুক্তি দাবিও করেন।
কিছুক্ষণ পরেই সবাইকে স্থান ত্যাগ করে চলে যেতে বলা হয়। সবাই সেখান থেকে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও পুলিশের পাশপাশি বিজিবিও টহল দিচ্ছে। কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়।
এদিকে, রায়ের আগে বা পরে জেলা বিএনপির পক্ষ থেকে কোন সভা বা মিছিল করতে দেখা যায়নি।
উল্লেখ্য, গতকাল বুধবার থেকেই রায়কে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ নিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্কও দেখা যায়। অন্যান্য দিনের মতো রাস্তায় যানবাহন ও পথচারী দেখা যায়নি।
খবর২৪ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০