খবর২৪ঘন্টা ডেস্কঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানির সময় আদালত বর্জন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আবদুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ। সঙ্গে ছিলেন আইনজীবী নওশাদ জমির, বদরুদ্দোজা বাদল।
খালেদা জিয়ার আইনজীবী নওশাদ জমির গণমাধ্যমকে বলেন, এই মামলায় অতিরিক্ত স্বাক্ষ্য প্রমাণের জন্য আমরা রোববার একটি আবেদন করেছিলাম। একই সঙ্গে শুনানি মুলতুবির আবেদন করেছিলাম। আদালত ওইদিন তা নথিভুক্ত করে রাখেন। আজ আমরা আদালতকে জানাই এ বিষয়ে আমরা আপিল বিভাগে যাবো।
এ জন্য শুনানি মুলতুবির আবেদন করি। আদালত শুনানি মুলতুবির আবেদন খারিজ করে দেন। এরপর আমরা আদালত বর্জন করি। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে দুদক ও রাষ্ট্র পক্ষের আপিল শুনানি শেষ হয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০