খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণ রাস্তায় নেমে আসবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে ২০১৪ সালের মত কোন নির্বাচন হবেনা, হতে দেয়া হবেনা।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল ঢাকা মহানগর উত্তর।
খন্দকার মোশাররফ বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সরকার ইতিহাস বিকৃত করছে। একাদশ জতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সেই পরিবর্তন আসবে।
ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০