খবর২৪ঘণ্টা ডেস্ক:কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের বিষয়টি জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে ছয় সদস্যের এই প্রতিনিধি দলের সাক্ষাৎ করার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.
খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মির্জা আব্বাস ও আমীর
খসরু মাহমুদ চৌধুরী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ
বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনে উচ্চ
আদালতে সেটা বাড়িয়ে ১০ বছর করা হয়।
নিম্ন আদালতে রায়ের দিন থেকেই নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে সেখানে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীকে। এর মধ্যে গত ৬ অক্টোবর আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে কারা কর্তৃপক্ষ। এক মাস চিকিৎসা শেষে গত ৮ নভেম্বর তাকে ফের কারাগারে নেওয়া হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০