খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সাময়িক মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন খালেদাকে দেখে এসে গত শনিবার বোন সেলিনা ইসলামের শঙ্কা প্রকাশের পরদিনই এই আবেদনের বিষয়টি জানা গেল।
তবে খালেদার পরিবার এমন কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করেছে কিনা সেটি জানা নেই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ফখরুল বলেন, ‘এটা আমি ঠিক বলতে পারব না। পরিবারের পক্ষ থেকে করা হলেও হতে পারে। আবেদনে কী আছে আমার জানা নেই।’
পরিবারের পক্ষ থেকে করা আবেদনটি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো তার পরিবার জানিয়েছে। দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নেইনি।’
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বহুবার বলেছি, প্যারোল সম্পূর্ণভাবে তার (খালেদা জিয়া) ব্যক্তিগত ব্যাপার, ম্যাডামের ব্যক্তিগত ব্যাপার, তার পরিবারের ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা এখন কিছু বলছি না।’
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত ৭৬ বছর বয়সী বিএনপিনেত্রী খালেদা জিয়া দুইবছর ধরে কারাবন্দী। এর মধ্যে এক বছর ধরেই তিনি বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করে আসছে বিএনপি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০