সংবাদ বিজ্ঞপ্তি : রাসিকের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন আজ শুক্রবার নিজ কার্যালয়ের সামনে হতে সামাজিক দূরুত্ব বজায় রেখে সরকারি বরাদ্দের চাউল ৭০০ পরিবারের হাতে তুলে দেন । গত ২০-৫-২০০ বুধবার বহরুমপুর ও বিলসিমলা এলাকার ৪০০ পরিবার এবং আজ সকাল ১১ টা হইতে দাশপুকুর ও ডিঙ্গাডোবা এলাকার ৭০০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন । ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন করোনা মহামারিতে সরকারী বরাদ্দ আমি পবিত্রতার সাথে পালন করে চলেছি । কামাল হোসেন বলেন আমার এই ওয়ার্ডে দরিদ্র নিম্ম আয়ের জনগষ্ঠির লোকজনের বসবাস বেশি সরকারী বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্র্য সামগ্রী বিতরণের
পাশাপাশি নগদ অর্থ বিতরণ করেচলেছি । এলাকার নিম্ম আয়,দরিদ্র, অসহায়দের পাশাপাশি মধ্য বিত্ত পরিবারের মাথে রাতের অাধারে তাদের বাড়িত খাদ্র্য সামগ্রী পৌছে দিচ্ছি । কামাল হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা এবং মাননীয় মেয়র মহোদয় এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের বরাদ্দ, সম্মানিত জেলা প্রসাসকের বরাদ্দ আমি সুস্ঠভাবে বন্টন করেচলেছি । মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইকে ৩ নং ওয়ার্ডের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেন । এসময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহাতাব আলী এবং জেলা প্রসাসকের প্রতিনিধি পিডিবি প্রকৌশলী ডিভিশন-১ সুব্রত কুমার দাস । কামাল হোসেন সকলকে ধৈর্য ধারণ করার কথা বলে সকলকে স্ব্যাস্থ বিধি মেনে চলেতে বলেন ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০