নাটোর প্রতিনিধিঃ সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইনের দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। এসময় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আফরোজা বেগম, সাধারণ সম্পাদিকা রওশন আরা শ্যামলী সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা না থাকার কারণে সমাজের দরিদ্র জনগোষ্ঠি ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। সমাজের এই বৈষম্য দূর করতে খাদ্য অধিকার আইনের প্রয়োজন। অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানের দাবী জানান তারা। পরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০