সিয়াম-সাধনা, আত্মশুদ্ধি ও আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের মাস পবিত্র মাহে রমজানের রোজার মধ্যে খাঁ খাঁ রোদ ও ভ্যাপসা গরমে রাজশাহীর মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রখর রোদে পুড়ছে পদ্মাপাড়ের নগর রাজশাহী। মাঝে মাঝে বিদ্যুতের ভেলকিবাজিতে আরো বিপর্যস্ত হয়ে পড়ছেন মানুষ। নগর ছাড়াও আশেপাশের উপজেলাতেগুলোতে আরো বেশি খারাপ অবস্থা। নগরের চেয়ে উপজেলাগুলোতে বেশি বিদ্যুতের লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন মানুষজন।
চলতি এপ্রিল মাসের শুরু থেকেই রাজশাহীতে প্রচন্ড রোদ পড়ছে। বাতাস না থাকায় আরো বেশি গরম অনুভূত হচ্ছে। কড়া রোদেও মেঘ দেখা যাচ্ছে না। এতে স্বাভাবিক
জনজীবন আরো বেশি ব্যহত হচ্ছে। তবে সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা। কারণ এই গরমে বেশি সময় ধরে তারা কাজ করতে পারছেন না। কাঠ ফাটা রোদে একটু স্বস্তি পেতে মানুষজন ঠান্ডা পানি দিয়ে শরীর ভিজিয়ে নিলেও রোজার কারণে খেতে পারছেন না। তবে সুস্থ থাকতে মানুষজন ইফতারির সময় ও পরে বিভিন্ন ঠাণ্ডা পানীয় খাচ্ছেন। রাজশাহীতে প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ বাড়ছে। এবার চলতি মৌসুমে ২৫ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠে ৩৯
দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহীতে প্রখর রোদে টেকা দায় হড়ে পড়ে। বাতাসের আদ্রতার পরিমাণ সকালে বেশি ছিল। বৈশাখ পার হলেও রাজশাহীতে তেমন ঝড় ও বৃষ্টি হয়নি। একদিন হালকা বৃষ্টি নামায় আবহাওয়া কিছুটা শীতল হয়েছিল। গত কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় আবহাওয়া উত্তপ্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় গরম একটু বেশি লাগছে। গত সোমবার রাতে বিদ্যুতের লোডশেডিং হয়। লোডশেডিং হওয়ায় আরো সমস্যার মধ্যে পড়েন নগরবাসী।
আব্দুল্লাহ নামের এক রিক্সা চালকের সাথে কথা হলে তিনি বলেন, বেশি গরমের মধ্যে রাস্তায় বেশি সময় থাকতে কষ্ট হয়। তারপরও পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে কষ্ট হলেও রিক্সা চালাতে হয়। আকবর নামের এক দিনমজুর বলেন, সকালে কিছু সময় কাজ করতে পারলেও বেলা বাড়ার সাথে সমস্যা হতে শুরু করে। গরম বেশি হওয়ায় বেশি সমস্যা হচ্ছে। কাজ না করলে পরিবার নিয়ে সমস্যায় পড়বো তাই কাজ করা। আমার মতো অনেক শ্রমিকেরই এই অবস্থা।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপামাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে ২ দিন ৪০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ উঠে। এই দুই দিন ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রার পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০