ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে চেলসি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে ২-১ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে দুর্দান্ত গোল করে চেলসিকে এগিয়ে নেন বেলজিয়ান তারকা রোমালো লুকাকু। যদিও তার নয় মিনিট পরেই ৬৪ মিনিটে মাথায় পালমেইরাসকে সমতায় ফেরান রাফায়েল ভেইগা।
নির্ধারিত ৯০ মিনিট গোল শূন্য সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেই বাজিমাত চেলসির। ১১৭ মিনিটে পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ।
উল্লেখ্য, এর আগেও একবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল চেলসি। ২০১২ সালের আসরে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের।
চলতি মৌসুমে এটি চেলসির দ্বিতীয় শিরোপা। এর আগে তারা ঘরে তোলে উয়েফা সুপার কাপ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০