খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ভিডিও শেয়ার করার অপরাধে এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে নিউজিল্যান্ড।
পেশায় ব্যবসায়ী সাজাপ্রাপ্ত ফিলিপ আর্পস (৪৪) একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ কট্টরপন্থী বলে জানা গেছে। মঙ্গলবার ওয়েলিংটনের একটি আদালত এ রায় দেয়।
গত মার্চে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। বেশ কয়েকজন বাংলাদেশিসহ প্রাণ হারান ৫১ মুসল্লি।
হামলার পুরো ঘটনাই ফেসবুকে লাইভস্ট্রিমিং করে ট্যারান্ট। ফিলিপ অন্তত ৩০ জনের কাছে ওই ভিডিও’র কপি পাঠায়। যাতে বিদ্বেষমূলক ধারাভাষ্যও যুক্ত করে সে।
রায়ে বলা হয়, মুসলিম জনগোষ্ঠীর প্রতি ঘৃণা থেকেই আপত্তিকর ভিডিও শেয়ার করেছে সে। ৩ বছর আগেও একটি মসজিদে শূকরের মাথা রাখার অপরাধে আর্থিক জরিমানা হয়েছিল ফিলিপের।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০