পাবনা প্রতিনিধিঃ কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সম্মেলন ও দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৮-২০২০) বৃহস্পতিবার পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক সমকাল এবং এনটিভির পাবনাস্থ স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান সভাপতি এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খানের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ সদস্যর কমিটির নির্বাচত অন্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি রানা গ্রুপের চেয়ারম্যান ও পাবনা চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা ও পাবনা পাইওনিয়র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুনেচ্ছা ববিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সুজানগর প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ ও মানবাধিকার কর্মি শফিক আল কামাল, সাংগঠনিক সম্পাদক কবি শিক্ষক মনছুর আলম, দফতর সম্পাদক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মহিলা বিষয়ক সম্পাদক শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, অর্থ সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান।
নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীন, বাংলাদেশ বেতার প্রতিনিধি সুশীল তরফতার, প্রথম আলো প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুন্নবী কল্লোল, পাবনা জেলা সমবায় ফেডারেশন সভাপতি হাবিবুর রহমান হাবিব, ওয়াইডব্লিউসিএ সেক্রেটারী হেনা গোস্বামী, ওসাকার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার জলি এবং দৈনিক দেশবাংলা জেলা প্রতিনিধি মাহবুবা কাজল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০