খবর২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: বলিউডের জন্য সময়টা একেবারে ভালো যাচ্ছে না৷ একের পর এক অভিনেতা অভিনেত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ এবার এই মারণ রোগে আক্রান্ত হলেন বলিউডের প্রথম সারির পরিচালক রাকেশ রোশন৷ এই দুঃসংবাদটি ফ্যানদের দেন ছেলে ঋত্বিক রোশন৷
সোশ্যাল মিডিয়াতে আবেগমিশ্রিত দীর্ঘ পোস্ট করেন ‘কৃষ’ অভিনেতা৷ বাবার সঙ্গে জিম অনুশীলনের একটি ছবি পোস্ট করেন তিনি৷ লেখেন, কয়েক সপ্তাহ আগে বাবার গলায় ক্যানসারের প্রথম স্টেজ ধরা পড়ে৷ আজ তাঁর সার্জারি হওয়ার কথা৷ কিন্তু এদিনও জিমে যাওয়া ভোলেননি বাবা৷ তাঁর মনের জোর সাংঘাতিক৷ এরকম মনের জোর আর কারোর আছে কিনা জানা নেই৷ তাঁর মতো লিডার পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান৷ লাভ ইউ ডেড৷
গত বছর ক্যানসারে আক্রান্ত হন অভিনেতা ইরফান খান৷ তারপর সোনালি বেন্দ্রে, নাসিফা আলি, তাহিরা কাশ্যপও এই একই রোগে ভোগার কথা স্বীকার করেন৷ অতি সম্প্রতি প্রবীণ বলিউড অভিনেতা ঋষি কাপুরের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর মেলে৷ চিকিৎসার জন্য সপরিবারে পাড়ি দেন আমেরিকা৷ যদিও এখন অবধি ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে কাপুর পরিবার৷ কিন্তু সূত্রের খবর, তিনিও এই মারণ রোগে আক্রান্ত৷
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০