খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: অসংখ্য যুবকের ঘুম কেড়ে নোওয়ার ক্ষমতা রাখেন তিনি৷ তাঁর উপস্থিতিতে কেঁপে ওঠে ক্যামেরার লেন্স৷
গ্ল্যামারের মাপকাঠি বেশ খানিকটা বেড়ে যায় তাঁর এক ঝলকে৷ তিনি হলেন বিউটি কুইন ক্যাটরিনা কাইফ৷
তবে ইদানিং টিনসেল টাউনে কানাঘুষো চলছে আমির কন্যা ফতিমাকে নিয়ে ইনসিকিওর হয়ে পড়েছেন তিনি৷
”ঠগস অফ হিন্দোস্তান” এর বেশ কিছু ঝলক ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন ভক্তরা৷ লিক হওয়া ছবি, ভিডিও দেখে বোঝাই যাচ্ছে ছবির শ্যুটিং কতটা জোরকদমে চলছে৷ তবে এই তোড়জোড়ের মধ্যে কোথাও যেন একটা খটকা লেগে রয়েছে৷ ফতিমা ও আমিরের ঘনিষ্ঠতা নিয়ে চিন্তিত ক্যাটরিনা৷ সিনেমায় তাঁর চরিত্রে কাটছাঁট হতে পারে বলে ভাবছেন ক্যাট৷ সূত্র জানান দিচ্ছে, ফতিমার চরিত্রকে দীর্ঘায়িত করে তাঁর চরিত্রে হয়ে যেতে পারে খুব ছোট৷
আরও জানা যায়, সিনেমার প্লট যেভাবে সাজানো হয়েছে তাতে এমনিও হিরোইনদের সেরকম কিছু করণীয় নেই৷ ছবির ইউএসপি কেবলমাত্র অমিতাভ বচ্চন এবং আমির খান৷ ক্যাটরিনা এতটাই বিচলিত হয়ে পড়েছেন যে তিনি আদিত্য চোপড়ার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় নাকি বসেন৷
বাইরে থেকে দেখে ছবির কাজ যতটা মসৃণ মনে হচ্ছিল ততটা থাকবে কিনা সে বিষয় সংশয় দেখা দিয়েছে৷ কি বলেন?
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০