খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কোরাম (৬০) সঙ্কটে ঠিক সময়ে সংসদের বৈঠক শুরু হচ্ছে না। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে কানাডা থাকায় এ সঙ্কট আরও প্রকট হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সংসদের মুলতবি বৈঠক সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কোরাম সঙ্কটের কারণে ৪০ মিনিট পর শুরু হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে বৈঠক শুরু হয়। সংসদ অধিবেশন কক্ষে এমপিদের উপস্থিতি নিশ্চিত করা ভিআইপি মর্যাদার সাতজন হুইপ থাকলেও তাদের কেউ এ সময় উপস্থিত ছিলেন না। এ জন্য সংসদের বেল বাজতেই থাকে।
সংসদ শুরুর সময় কক্ষের ট্রেজারি বেঞ্চে (প্রথম সারিতে) শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছাড়া আর কেউ ছিলেন না। ছিলেন না সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরীও। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট এইচএম এরশাদও অনুপস্থিত ছিলেন। তবে এ সময় জাতীয় পার্টির দুইজন এমপিকে সংসদে দেখা গেছে।
সংসদের দ্বিতীয় সারিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রেলমন্ত্রী মুজিবুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংস্কৃতি আসাদুজ্জামান নূর ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুন এ সময় সংসদে উপস্থিত ছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা অনুযায়ী, চলমান জাতীয় সংসদের ১৮তম অধিবেশন পর্যন্ত সংসদে ১৫২ ঘণ্টা ১৭ মিনিট কোরাম সঙ্কট হয়েছে। যা প্রকৃত সময়ের ১২ শতাংশ। এতে রাষ্ট্র বা জাতীয় সংসদের ১২৫ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৪৪৫ টাকা ক্ষতি হয়েছে। প্রতিদিন সংসদের বৈঠক শুরুর পর ৩০ থেকে ৩২ মিনিট কোরাম সঙ্কট হয়।
চলমান সংসদের ২১তম এ অধিবেশন ৬ জুন মঙ্গলবার সকালে শুরু হয়েছে, চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। ৭ জুন বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৮ জুন (বৃহস্পতিবার) তা পাশ হওয়ার কথা রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০