কোভ্যাক্স কর্মসূচি বুধবার প্রথম বিতরণ তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশ এক কোটি ২৭ লাখ ৯২ হাজার টিকা পাবে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকার ন্যায্য প্রবাহ নিশ্চিত করতে এই কর্মসূচি নেয়া হয়েছিল।
২০২১ সালের মাঝামাঝিতে বিতরণ তালিকার দেশগুলোর ৩ শতাংশের বেশি জনসংখ্যাকে প্রতিষেধক দেয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্বের ধনী দেশগুলোর তুলনায় টিকা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে নিম্নআয়ের দেশগুলো।
এজন্য ন্যায্যভাবে সব দেশের জন্য টিকা বিতরণে কোভ্যাক্স গঠন করা হয়। এই কর্মসূচি থেকে ৩৩ কোটি ৭২ লাখ টিকার ডোজ বিতরণ করা হবে। ফেব্রুয়ারির শেষদিকে প্রথমবারের মতো সরবরাহ আসবে।
কোভ্যাক্স জানিয়েছে, ২০২১ সালের মাঝামাঝি নাগাদ ১৪৫ দেশ সম্মিলিত জনসংখ্যার ৩ দশমিক ৩ শতাংশকে প্রতিষেধক দিতে যথেষ্ট ডোজ পাবে।
এদিকে টিকা দেয়া শুরু করেনি এমন দেশগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান কর্মসূচির সমন্বয়ক অ্যান লিন্ডস্ট্রান্ড।
উল্লেখ্য, প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণদের কথা মাথায় রেখেই টিকার বিতরণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গাভি টিকা জোট ও মহামারি প্রস্তুতির উদ্ভাবনী জোট কোভ্যক্স কর্মসূচি হাতে নিয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০