খবর ২৪ঘণ্টা ডেস্ক: নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক, ২ কোটি ৫০ লাখ টাকার ডিপোজিট বই ও ১২ বোতল ফেনসিডিলসহ আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) ঢাকার সহকারী কারা মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন তাকে মৌখিকভাবে সাময়িক বরখাস্ত করেন।
এ ব্যাপারে রাতেই তার বিরুদ্ধে মানিলন্ডারিং ও মাদক আইনে ভৈরব রেলওয়ে থানায় পৃথক দুটি মামলায় করা হয়েছে।
ঢাকার সহকারী কারা মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত অপরাধে আজ তাকে মৌখিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামীকাল অফিস খোলা হলে অফিসিয়ালভাবে পত্রের মাধ্যমে এই আদেশ দেয়া হবে।
গ্রেফতারকৃত জেলার সোহেল রানা বিশ্বাসকে শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে চালান করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয় বলে জানায় ভৈরব রেলওয়ে পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০