খবর২৪ঘণ্টা.কম: কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুল নাহার লুনা (২১)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লুৎফুল নাহার লুনা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাঐখোলা গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত টিম ও বেলকুচি পুলিশ যৌথ অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ক্ষিদ্র চাপড়ির চর থেকে লুনাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতার লুনার বিরুদ্ধে ঢাকার রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন।
লুৎফুর নাহার লুনা ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তিনি কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।
গত ৮ এপ্রিল কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ সারাদেশে আন্দোলনকারীরা রাজপথে নামেন। তারা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা সৃষ্টি করে। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী নেতাকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন থানায় আন্দোলনকারী নেতাদের নামে মামলা দায়ের করে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০