পাবনা ব্যুরো: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল নয়টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ প্রদর্শণ করে শিক্ষার্থীরা।
‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা পদ্ধতির সংস্কার চাই’-শ্লোগানে ও ৫ দফা দাবিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরে অবিলম্বে মেধাবীদের সুযোগ দিতে কোটা পদ্ধতির সংস্কার দাবি করেন। তা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে মানববন্ধন শেষে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। এ সময় ছাত্রলীগ নেতারা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের কর্মসূচী শেষ হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০