প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০১৮, ১১:৪৩ এ.এম
কোটা সংস্কারের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর
গোপালগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস সংলগ্ন ঘোনাপাড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০ টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ১ কি.মি. দূরে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেন।
মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’সহ নানা স্লোগান দেন। বর্তমানে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মাহফুজ রিয়াদ বলেন, ‘কোটা সংস্কার এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মহাসড়ক অবরোধ করেছি। সংসদে কোটা সংস্কারের আলোচনা না ওঠা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না’।
এছাড়া অপর শিক্ষার্থী আবিদা সুলতানা বলেন, আমাদের এই কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলন। আমাদের দাবি, এই কোটা ব্যবস্থা সংস্কার করা হোক। কেননা এই কোটার কারণে সরকারী চাকরীতে যোগ্য ও মেধাবীরা বঞ্চিত হচ্ছে।
এসময় বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 খবর ২৪ ঘণ্টা. All rights reserved.