রাবি প্রতিনিধি: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাস। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস-পরীক্ষা। শিক্ষার্থীদের ডাকে চলছে সর্বাত্মক ধর্মঘট।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
কোটা সংস্কার দাবি ও ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে রাবির সমন্বয়ক মাসুদ মুন্নাফ বলেন, সরকারকে দ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রোববার সারাদেশে ব্যাপক বিক্ষোভ হয়। হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০