রাবি প্রতিনিধি : সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সম্পূর্ণরূপে বাতিল করার ঘোষণা দেয়ায় আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলটি আজ বৃহস্পতিবার বেলা ১টার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারস্থ দলীয় টেন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো টেন্টে মিলিত হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আনিকা ফারিয়া জামান অর্ণা, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদসহ বিভিন্ন হল, বিভাগ ও ইউনিট শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি বলেন, "জননেত্রী শেখ হাসিনা গোটা বাংলার ছাত্রদের দুঃখ-দুর্দশার কথা ভেবে এই সিদ্বান্ত নিয়েছেন। কিন্তু যখনই তিনি এগিয়ে যাওয়ার কোন সিদ্বান্ত নেন তখনই এদের মৌলবাদী শক্তি এটাকে নস্যাৎ করার চেষ্টা করেছে, তার প্রমাণ গত রাতে ভাইরাল হওয়া তারেক জিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ফাস হওয়া ফোনালাপ। তারা এই আন্দোলন কে ষড়যন্ত্র করে সরকার উৎখাত আন্দোলনে রূপ দিতে ছেয়েছিল, কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে "
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাধারণ ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন তত দিন ছাত্রদের নিরাশ বা হতাশ হওয়ার কোন সুযোগ নেই, বাংলাদেশের জন্য যা কিছু কল্যাণ কর তা তিনি করবেন"
এসময় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ, এবং আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সজল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০