সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৩ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনকারীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৩, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ঘণ্টা ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ৪৫টি দাবিসংবলিত একটি ইশতেহার তৈরি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের সামনে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহারে থাকা উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে-

তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে।
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।
চাকরির আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে।
শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে। এ ছাড়া প্রশ্নফাঁসবিরোধী সেল গঠন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাজেটের ১০ শতাংশ গবেষণায় দিতে হবে, যার ৬ শতাংশ শিক্ষকদের জন্য এবং ৪ শতাংশ হবে ছাত্রদের জন্য।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ তরুণদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে পেশ করবে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা’।
ইশতেহারটি ইতিমধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।