খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যথাসময়ে হবে। জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার প্রধানের কাছ থেকে নির্দেশনা পাওয়াটা এখন খুবই জরুরি। প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি।
কবে নাগাদ প্রজ্ঞাপন জারি হবে জানতে চাইলে সচিব বলেন, প্রজ্ঞাপন যথাসময়েই হবে। তাড়াহুড়ার কিছু নেই। এখনই কোনও নিয়োগ হচ্ছে না। তাতে রাষ্ট্রেরও কোনও ক্ষতি হচ্ছে না।
প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়ে কীভাবে কার্যকর হবে জানতে চাইলে সচিব বলেন, অনেকে এ বিষয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটি এত সহজ বিষয় নয়। কিছুটা জটিলও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর সবকিছুই কেটে যাবে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছিলেন, কেউ যখন কোটা চায় না, তখন সব কোটা বাতিল। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হবে।
কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে সারা দেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এঘটনায় পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। অনেকে আহত হয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০