নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কেশরহাট পৌরসভায় আ’লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। কেশরহাট পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান শহীদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯১৪ জন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী প্রভাষক খুশবর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৫ ভোট। জামায়াতের স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন হাফিজুর রহমান আকন্দ পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট। ভোটে আ’লীগ প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে। কেন্দ্র থেকে প্রাপ্ত এ তথ্য জানা গেছে। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে, রাজশাহীর মুণ্ডমালা পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। আ’লীগের বিদ্রোহী সাইদুর রহমান জগ এর সাথে তার প্রতিদ্ব›দ্বীতা চলছে। বিএনপি মনোনীত প্রার্থী ফিরোজ কবির ধানের শীষ প্রতীকে তিন নম্বরে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা প্রতীক এগিয়ে রয়ে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০