খবর২৪ঘণ্টা বিনোদন ডেস্ক :
ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ চলচ্চিত্রের পরিচালক-প্রযোজকরা নিজেদের সিনেমাকে ‘হাউসফুল’ বলে দাবি করলেও হলমালিক-ব্যবস্থাপকরা জানালেন ভিন্ন তথ্য।
বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট জানিয়েছে, ঈদে প্রায় সাড়ে তিন শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে রায়হান রাফির ‘পোড়ামন ২’, নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’, আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ও আবদুল মান্নানের ‘পাংকু জামাই’।
এর মধ্যে সর্বোচ্চ ১৩৪টি হলে মুক্তি পেয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’।
এই ছবিই বাকি চারটি ছবিকে ছাপিয়ে ‘সবচেয়ে বেশি’ ব্যবসা করছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. বাদল।
তিনি শুক্রবার বিকেলে বলেন, “যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা করছে।”
নিজের ছবিতে এগিয়ে রাখলেন ‘সুপার হিরো’র নির্মাতা আশিকুর রহমানও।
নানা জটিলতা কাটিয়ে ঈদের আগ মুহূর্তে সেন্সর ছাড়পত্র পাওয়া ছবিটি মুক্তি পেয়েছে মধুমিতাসহ দেশের ৭৮টি সিনেমা হলে। সবগুলো হলেই ছবিটি ‘ভালো চলছে’ বলে দাবি আশিকুরের।
তিনি বলেন, “দর্শক ছবিটি পছন্দ করছে। মধুমিতাসহ বেশ কয়েকটি হলে গিয়েছি। সবগুলো শো’-ই হাউসফুল যাচ্ছে। সিনেমার টুইস্ট দর্শক পছন্দ করেছেন। ঢাকার বাইরের দর্শকরাও ছবিটি দারুণ পছন্দ করেছেন।”
তিনি আশা করছেন, সামনের সপ্তাহে ছবির হল সংখ্যা বাড়বে।
তিনটি হলে মুক্তি পাওয়া ‘কমলা রকেট’ চলচ্চিত্রের পরিচালক নূর ইমরান মিঠুরও জানালেন, তার ছবিটিও ‘ভালো চলছে’। সামনের সপ্তাহে আরও কয়েকটি হল বাড়বে।
ছবিটি যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স ও কাকরাইলের রাজিয়া সিনেমা হলে চলছে।
“কমলা রকেট” হাউসফুল যাচ্ছে। আমার কাছের কিছু লোকজন টিকিট পাচ্ছেন না।”, বলেন তিনি।
বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ ২২টি হলে মুক্তি পাওয়া ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের বেশিরভাগ শো’ হাউসফুল যাচ্ছে বলে জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে।
একই ধরনের দাবি এসেছে ‘পাংকু জামাই’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও।
পাঁচ চলচ্চিত্রের পরিচালক, প্রযোজকের দাবির প্রেক্ষিতে গ্লিটজের পক্ষ থেকে যোগাযোগ করা হল চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে।
তিনি বিশ্বকাপের কারণে এবার চলচ্চিত্রের ব্যবসার মন্দাভাবের কথা তুলে আনলেন। পাশাপাশি যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অভাবও মন্দাবস্থার কারণ বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “গত ঈদে ‘নবাব’ ও ‘শিকারি’ দুটি চলচ্চিত্র ভালো মার্কেট পেয়েছে। কিন্তু এবার ঈদের চলচ্চিত্রে তেমন গ্ল্যামার নাই। ‘সুপার হিরো’ চলচ্চিত্র দেশের বাইরে শ্যুটিং হয়েছে। মোটামুটি ভালো চলছে। ঈদের ছবিটা হলের (মধুমিতা) তিনটা শো’ হাউসফুল গেছে।
‘পোড়ামন-২’ ছবিটাও ভালো করছে। তবে ছবিটি বড় হলে মুক্তি পায়নি। ফলে টেস্টিংটা করা দরকার। পরের সপ্তাহে দেখলে বোঝা যাবে।”
আর ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া ও ‘কমলা রকেট’?
“ওই ছবিগুলো নিয়ে এখনও কিছু বলতে পারছি না। অফিস খুললে পুরোপুরি রিপোর্টটা দিতে পারব।”
ব্লক বাস্টার সিনেমাসের চিত্র। ছবি: জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক থেকে নেওয়া। ব্লক বাস্টার সিনেমাসের চিত্র। ছবি: জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক থেকে নেওয়া। রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে ‘পোড়ামন ২’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘কমলা রকেট’।
প্রতিষ্ঠানটির অ্যাসিসট্যান্ট ম্যানেজার ইসমাইল হোসেন বলেন, “তিনটি ছবির মধ্যে ‘পোড়ামন-২’ ছবিটি ভালো যাচ্ছে। বাকিগুলোও খারাপ না। ঈদের মধ্যে দর্শক বেশি ছিল। এখন কিছুটা কম।”
বলাকা সিনেপ্লেক্সেও ‘পোড়ামন-২’ ভালো ব্যবসা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এস.এম শাহীন। “গতকাল চারটি শো’র মধ্যে দুইটি শো’ হাউসফুল গেছে।”
তিনি জানান, মঙ্গলবার ছবিটির ডিস্ট্রিবিউশন সেল ছিল ১ লাখ ৮৮ হাজার টাকার মতো।
বগুড়ার ‘ক্লিওপেট্রা’ সিনেমা হলে চলছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, শহরের আরেক সিনেমা হল ‘সিকতা’য় চলছে ‘সুপার হিরো’।
দুটি হলের কোনো ছবিই হাউসফুল যায়নি বলে জানিয়েছেন ‘ক্লিওপেট্রা’র কর্ণধার নজরুল ইসলাম।
“কোনো ছবিই ভালো চলছে না। প্রথমদিকে যে সেল হয়েছে এখন অনেকটায় কমে এসেছে।”
গত ঈদের সিনেমা হল দুটিতে মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার দুই চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস-২’। সেই দুটি ছবির তুলনায় এবারের দুটি চলচ্চিত্র ‘অর্ধেকেরও কম’ ব্যবসা করেছে বলে জানিয়েছেন নজরুল।
তিনি বলেন, “চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির গানগুলো ভালো হলেও কাহিনিটা জমজমাট না হওয়ায় দর্শক টানতে পারছে না। ঈদের দিন তিনটা শো’র মধ্যে প্রথমটা ভালো ছিল। ২টার শো’টার পর নাইট শো’তে দর্শকের সংখ্যা হাতেগোনা ছিল।”
মালিকানার পাশাপাশি বুকিং এজেন্ট হিসেবেও কাজ করেন নজরুল। বুকিং এজেন্ট হিসেবে সিলেটের বিজিবি সিনেমা হলে চলা ‘সুপার হিরো’ চলচ্চিত্রেরও হালহাকিকত দিলেন তিনি।
“সেখানেও ছবিটি খুব ভালো চলছে না। সপ্তাহ খানেকের মধ্যেই ছবিটি নেমে যাওয়ার সম্ভবনা আছে।”
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০