খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজভ্যানে হামলার ঘটনায় মামলা এবং গতরাতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার এবং কয়েকজন নেতার বাসায় তল্লাসির ঘটনায় সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরবেন মির্জা ফখরুল।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজনভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপি কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে।
এদিকে, ওই ঘটনায় শাহবাগ থানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অজ্ঞাত প্রায় ৮ শতাধিক নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া গত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০