খবর২৪ঘণ্টা, ডেস্ক: কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এখন আর দুর্নীতি কেন? কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে।
দুর্নীতি যেন কোনো পর্যায়ে না যায।
তিনি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি যে গতিতে এগিয়ে চলেছে তা অব্যাহত রেখে আগামী পাঁচ বছরে বার্ষিক প্রবৃদ্ধি ১০ শতাংশে নিয়ে যেতে চাই। সরকার গঠনের পর থেকেই সব সময় চেষ্টা করি মন্ত্রণালয়গুলো সরেজমিনে দেখতে। কেননা, জনগণের সেবা যেন তাদের দোরগোড়ায় পৌঁছায় তা নিশ্চিত করতে চাই।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০