নিজস্ব প্রতিবেদক :
কৃষককে ধানের ন্যায্য মূল্য দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের কৃষি মন্ত্রী ও এমপি ড. মোঃ আব্দুর রাজ্জাক। শনিবার দুপুরে রাজশাহী বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ আয়োজিত ২য় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকারের ১৯টি অঙ্গিকারের মধ্যে অন্যতম প্রধান অঙ্গিকার হচ্ছে কৃষিকে আধুনিকায়ন। কৃষিকে আধুনিকায়ন করা হবে। বর্তমান সরকার ধানের দাম নিয়ে খুবই উদ্ভিগ্ন। কারণ
কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। এখন ধান বিক্রি করে সংসার চলছেনা। ধানের দাম কম হওয়ায় জমি কেউ বর্গা নিতে চাচ্ছে না। বরেন্দ্রের বিষয়ে মন্ত্রী বলেন, বরেন্দ্রের চেহারা পরিবর্তন হয়ে গেছে। এখন আর সেই বরেন্দ্র নেই। এখানে প্রচুর চাষাবাদ হচ্ছে। গ্রামাঞ্জলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান এখনো তেমন উন্নত নয়। স্বাস্থ্যসেবায় গ্রামাঞ্চল পিছিয়ে রয়েছে। এ কারণে উপজেলা নির্বাহী অফিসারগণ নিজেদের পরিবারের সদস্যদের বড় শহরে রেখে পড়াশোনা করায়। শুধু তাই নয় ডিসি এসপিরাও যাতে যেখানে চাকুরী করেন সেখানে নিজের ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারেন এমন স্বাস্থ্যসেবা শিক্ষায় উন্নতি করতে
হবে। বর্তমান সরকারের সময় কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আ’লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের সাংসদ ডা. মনসুর রহমান, সংরক্ষিত নারী আসনের এমপি আবিদা আঞ্জু, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, রাবির সাবেক প্রোভিসি প্রফেসর চৌধুরী সারোয়ারজ্জামান সজল, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রশীদ ও অন্যান্য কর্মকর্তাগণ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০