নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলা। এটি চলতি মৌসুমের প্রথম ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে কাছের বস্তুও দেখা যাচ্ছে না। ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। শনিবার রাত থেকেই কুয়াশা দেখা দিয়েছিল।
জানা গেছে, ডিসেম্বর মাসের শুরু থেকেই কিছুটা ঠান্ডা পড়তে শুরু করে। গত তিন তারিখ থেকে শীতের পরিমাণ কিছুটা বেড়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সাথে সাথে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রোববার ভোরে এর পরিমাণ আরো বেড়ে যায়। ঘন কুয়াশার চাদরে রাজশাহী ঢাকা পড়ায় সকাল থেকেই যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। কারণ দূর থেকে রাস্তা ভালভাবে দেখা যাচ্ছেনা ।
আজ রোববার সকাল ৬ টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ছটায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকাল শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল সোয়া ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০