খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুষ্টিয়ায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৩৩) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা পুলিশের সাত সদস্য গুরুতর আহত হয়। বুধবার ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাইক্রোবাস চালক খুলনার রূপসা ইউনিয়নের তিলক গ্রামের আলাউদ্দিন ইসলামের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক শহীদুল ইসলাম, বশির, হাসান, নায়েক কৌশিক, পুলিশ সদস্য জিয়া, আলামীন ও জাহাঙ্গীর। তারা সবাই খুলনা পুলিশ লাইন্সে কর্মরত। দিনাজপুর পুলিশ লাইন্স থেকে তারা খুলনায় ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া নামক স্থানে বালুবোঝাই একটি ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে পুলিশবাহী মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস চালক মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লাশ ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দাঁড়ানো ট্রাকে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০