খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুমিল্লা সেনানিবাসে এক নারী সৈনিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম হালিমা আক্তার (২০)। সোমবার কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া। পুলিশের দাবি প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
নিহত হালিমা আক্তার নরসিংদী জেলার পলাশ উপজেলার বালুরচর গ্রামের আবুল কালামের মেয়ে। তিনি অবিবাহিত। হালিমা কুমিল্লা সেনানিবাসের ভিতরে ১২৭ ফিল্ড ওয়ার্কশপের ব্যারাকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিজামুল আহসান লিখিতভাবে সেনানিবাস পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন।
সেনানিবাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, নিহতের গলায় ওড়নার দাগ রয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত হালিমা আক্তারের মরদেহের ময়নাতদন্ত গতকাল সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা নিহতের ময়না তদন্ত করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান,ময়না তদন্ত শেষে হালিমার লাশ গতকাল সন্ধ্যায় সেনানিবাসের সংশ্লিষ্ট ইউনিটে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০