খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা এলাকায় এবং লাকসাম উপজেলার কাপাসতলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট থেকে একটি পিকআপ ভ্যান খিরণশাল বাজারের দিকে যাওয়ার পথে ডেকরা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন নিহত হন।
নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার যাত্রাপুর গ্রামের আফতাব উদ্দিন মাস্টারের ছেলে সিরাজ মিয়া (৮০) এবং মৃত আবদুর রহমানের ছেলে আইয়ূব আলী (৪০)।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, কুমিল্লা-চাঁদপুর সড়কের লাকসাম উপজেলার কাপাসতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কাজী মিজানুর রহমান (৫২) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
নিহতের ছোট ভাই কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান জানান, চলমান একটি প্রকল্পের কাজ দেখতে লাকসাম উপজেলার বিজড়া এলাকায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন মিজানুর রহমান। দুপুরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কাপাসতলা এলাকায় পৌঁছলে তেলবাহী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহতের বাড়ি নগরীর মধ্যম আশরাফপুর এলাকায়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০