খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই আদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।
তিনি জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লার তিতাস উপজেলার নির্বাচনে ওসি সৈয়দ আহসানুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। শনিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানান, পঞ্চম উপজেলা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের
অভিযোগে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামকে ৩০ মার্চ বিকাল ৫টা থেকে নির্বাচন পরবর্তী ২রা এপ্রিল বিকাল ২টা পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেয়া হয়। তার জায়গায় ওই থানার তদন্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূইয়াকে দায়িত্ব প্রদানসহ একজন সহকারী পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপারকে তদারকির নির্দেশ দেন নির্বাচন কমিশন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০