আন্তর্জাতিক ডেস্ক: হারিয়ে যাওয়া কুকুর ফিরে পেতে ৫ লাখ ৯৩ হাজার টাকা পুরস্কার ঘোষণার পর প্লেন ভাড়া করে খুঁজতে বেরোলেন পোষ্যের মালিক।
গত সপ্তাহে প্রিয় পোষ্য কুকুরটি হারিয়ে যাওয়ার পর থেকেই নাওয়া-খাওয়া ভুলেছেন আমেরিকার সান ফ্রান্সিসকোর এক নারী। নীল চোখের মণির অস্ট্রেলিয়ান শেপার্ড জ্যাকসনকে খুঁজে দিতে পারলে রয়েছে বড় রকমের পুরস্কারও। ৭ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৯৩ হাজার টাকা।
জানা গিয়েছে, মুদি দোকানের বাইরে থেকে কুকুরটিকে চুরি করা হয়েছে।
শুধু দাম ঘোষণাই না, একটি বিমান ভাড়া করে গোটা শহরে চক্কর কাটছেন প্রিয় কুকুরকে খুঁজে বের করার জন্য। এরইসঙ্গে একটি ওয়েবসাইট খুলেছেন ১২০০ ডলার খরচ করে। সেখানে কুকুরের ছবি দিয়ে প্রচারণা চালানো হবে।
এমিলি টেলেরমো জানিয়েছেন, ৫ বছরের প্রিয় পোষ্যকে খুঁজে বের করতে সব কিছু করতে রাজি তিনি।
গ্রসারি শপের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে জ্যাকসন যেখানে বাঁধা ছিল, সেখানে একটি বেঞ্চে বসেছিলেন এক যুবক। হুডিতে মুখ-মাথা ঢাকা ছিল।
এমিলির দাবি, ও সব সময় আমার সঙ্গে থাকত। ও সত্যিকারের ভালোবাসা। ওকে খুঁজে বের করতে সাহায্য দরকার।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০