কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রামট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হোসেনপুর উপজেলার আদু মাস্টার বাজার-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০)। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে উপজেলার আদু মাস্টার বাজার-সংলগ্ন সড়কে একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে ওই দুজনেরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ড্রামট্রাকের চালককে আটক করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০