খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ীর নাম তরুণ ভূঁইয়া (৪২)। তিনি উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুণ নেছা জানান, বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতেই মারা যান ওই ব্যবসায়ী। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্দেহে ওই ব্যবসায়ীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
তাকে করোনায় মারা যাওয়া রোগীর মতো সতর্কতা অবলম্বন করে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী জানান, গত সোমবার সকালে পুরান ঢাকার চকবাজার থেকে শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০