খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: উত্তর কোরিয়ার একের পর এক ক্ষপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আতঙ্কিত পুরো বিশ্ব। আর তারই জের ধরে কিমের যেকোনো হুমকি ও আক্রমণ প্রতিরোধে এবার শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।
এ ব্যাপারে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ একজন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানাচ্ছে, আগামী বছর এই ড্রোন কমব্যাট ইউনিট চালু হবে এবং এর কারণে যুদ্ধের রীতিনীতি সম্পূর্ণ বদলে যাবে।
ঐ সামরিক কর্মকর্তা জানান, এই সেনা ইউনিট গঠন করা হবে ‘ড্রোনবট’ দিয়ে। অর্থাৎ এতে ড্রোন থাকবে, সেই সাথে থাকবে রোবট।
এদিকে ব্রিটেনের ফিন্যানশিয়াল টাইমস সংবাদপত্র সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, দক্ষিণ কোরিয়ার ড্রোন বাহিনীর মূল কাজ হবে দুটি। প্রথমত, ড্রোনগুলো দিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি চালানো হবে। বিশেষভাবে উত্তরে কোরিয়া যেসব জায়গায় অস্ত্র এবং বোমার পরীক্ষা চালায় সেগুলোর দিকে নজর রাখা হবে। দ্বিতীয়ত, এই ড্রোন ঝাঁক বেধে শক্রর ওপর হামলা চালাতে পারবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০