কিউইদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২০, ১২:২৭ পি.এম
কিউইদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে দলটির অধিনায়ক শাদাব খান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারতে হয়েছিল সফরকারীদের। ওই ম্যাচে ৯ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে পাকিস্তান। যদিও অকল্যান্ডে সাত বল বাকি থাকতে পাঁচ উইকেটে হাতে রেখে ম্যাচটি জিতে নেয় কিউইরা। আগামী ২২ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
পাকিস্তান দল
আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, খুশদীল শাহ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদি ও হ্যারিস রউফ।