খবর২৪ঘণ্টা ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের সামনে একটি গাড়ি বিস্ফারণের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছেন। সোমবার সকালে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কায়রোর ব্যস্ত সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করে একটি গাড়ি এগিয়ে আসছিলো। এসময় অন্য তিনটি গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনার তদন্ত শুরু করেছেন মিশরের পাবলিক প্রসিকিউটর। তবে এটা কি সন্ত্রাসী হামলা নাকি কোনো দুর্ঘটনা, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিস্ফোরণের ফলে ইনস্টিটিউটের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এটি খালি করে ফেলা হয়েছে। এখানে চিকিৎসারত রোগীদের আল-মুনিরা হাসপাতালে স্থানান্তর করেছে।
এই জাতীয় ক্যানসার ইনস্টিটিউটটি কায়রোর এল ম্যানিয়াল জেলায় অবস্থিত যেখান থেকে নীল নদ দৃষ্টিগোচর হয়। আর এ এলাকাটিতে সারাক্ষণ যানজট লেগেই থাকে।
সূত্র: রয়টার্স
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০