খবর ২৪ঘণ্টা ডেস্ক: জম্মু-কাশ্মীরে খাদে উলটে গেল যাত্রী বোঝাই বাস। এই পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। উদ্ধারকাজ এখনও জারি আছে।
গ্রেটার কাশ্মীরের বানিহাল থেকে রামবান যাচ্ছিল যাত্রী বোঝাই একটা বাস। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে জানা গিয়েছে। রামবানের কাছে একটি গভীর খাদে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। দেশের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
আহতদের মধ্যে আট জনকে হেলিকপ্টারে এয়ারলিফ্ট করে জম্মুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রামবানের ডেপুটি কমিশনার শওকত আজিজের কাছে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০