আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির নিরাপত্তা কর্মীদের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের বিজবেহারা শহরে শুক্রবার সন্দেহভাজন একদল বিদ্রোহীর সঙ্গে ভারতের আধাসামরিক বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় শিশুসহ একজন সেনা সদস্য আহত হন। এরপর তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানেই তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।
এদিকে শ্রীনগরের পাশের চেওয়া নামক একটি এলাকায় বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে সেনা সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন বিদ্রোহী নিহত হন। এ খবর জানিয়েছে সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া। কাশ্মীরে পৃথক ঘটনায় তিন দিনের ব্যবধানে কমপক্ষে ১১ জন বিদ্রোহী নিহত হলো।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০