খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার রাতে দেশটির পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে না পারলেও পুলিশের দাবি- তারা ‘জঙ্গি’।
শনিবার একথা স্বীকার করেছে ভারতীয় পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে শ্রীনগর থেকে প্রায় ৮৩ কিলোমিটার দক্ষিণে আনান্তনাগ জেলার দুরু গ্রামের শিস্টারগাম এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পুলিশের এক মুখপাত্র বলেন, গতরাতে দুরুতে পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে।
তিনি আরো বলেন, ‘জঙ্গিদের’ উপস্থিতির কথা জানতে পেরে যৌথবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় পৌঁছলে ‘জঙ্গিরা’ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সেখানে উভয় পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহতদের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে এদের একজন স্থানীয় ও অপরজন বিদেশি বলে ধরাণা করা হয়েছে। তবে এতে পুলিশ বা সেনা সদস্যদের আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০