আন্তর্জাতিক ডেস্ক, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সিয়াচেন হিমবাহে তুসারধসে আঘাত হানায় চার ভারতীয় সেনাসহ ছয়জন নিহত হয়েছেন। এক ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কবর জানিয়েছে। হিমালয় পর্বতমালায় ভূমি থেকে ১৯ হাজার ফুট উঁচুতে একটি টহলচৌকিতে তুষারধসে আঘাত করলে সাত ব্যক্তি তুষারের নিচে চাপা পড়েন। এর পর উদ্ধারকর্মীরা তাঁদের তুষারের ভেতর থেকে বের করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হেলিকপ্টারে করে নিকটস্থ সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ছয়জন মারা যান। একাধিক বৈঠকের পরও সিয়াচেন হিমবাহ থেকে সৈন্য সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ভারত ও পাকিস্তান।
একাধিক বৈঠকের পরও সিয়াচেন হিমবাহ থেকে সৈন্য সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্বের সবচেয়ে উচ্চতায় অবস্থিত যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত এই সিয়াচেন। ভারত ১৯৮৪ সালে এই হিমবাহের দখর নেয়। এর পর থেকে যুদ্ধের চেয়ে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে বেশি সেনা নিহত হয়েছেন।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিয়াচেনের একটি সামরিক ঘাঁটিতে তুষারধসে ১০ ভারতীয় সেনা নিহত হন। হিমালয় পর্বতমালার এই অংশে শীতকালে তুষারধসে হওয়া একটি স্বাভাবিক ঘটনা। এ সময় সেখানকার তাপমাত্র মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০