কাশ্মীরে গোলাগুলিতে ২ বিচ্ছিন্নতাবাদীসহ একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শোপিয়ানের দ্রাগাদ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে জায়গাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারপর তল্লাশি অভিযান শুরুর এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। এতে সেনাবাহিনীর একজন এবং বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হয়।
উল্লেখ্য, কাশ্মীরের পুঞ্চের একটি বন এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য গত ১০ দিন ধরে ব্যাপক অভিযানে ১০ ভারতীয় সেনা নিহত হয়। এছাড়া গত ২ সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০