আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ সেপে্টেম্বর) ভোর রাতের দিকে কাশ্মিরের তিনটি স্থানে সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধে এ প্রাণহানির ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভোরে শ্রীনগর থেকে ৫৮ কিলোমিটার দূরের অনন্তনাগ জেলার দুরু এলাকায় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর এক সদস্য ও এক সন্ত্রাসী নিহত হয়। বন্দুকযুদ্ধে এক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।
তবে বর্তমানে গোলাগুলি বন্ধ রয়েছে। ওই এলাকায় সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে; এমন আশঙ্কায় সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে নিরাপত্তাবাহিনী।
কাশ্মির পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অভিযানে আমরা এক সেনাসদস্যকে হারিয়েছি। এছাড়া এক সন্ত্রাসীও নিহত হয়েছে।’
বন্দুকযুদ্ধ শুরু হওয়ার পর কাশ্মিরের অনন্তনাগ, শ্রীনগর ও বুদগাঁও জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০